১২ মে ২০২৪ / ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৩৭/ রবিবার
মে ১২, ২০২৪ ৪:৩৭ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ে বৃদ্ধা নিহত : নিখোঁজ ১

     

আল-হেলাল,সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ের সময় আতংকে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সুরমালা দাস (৬০) সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর মল্লিকপুর এলাকার মৃত সুকেন্দ্র দাসের স্ত্রী। অন্যদিকে কালবৈশাখির সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় হযরত আলী (২৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিহত হযরত আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সোমবার ভোরে পৃথক এই ঘটনা ঘটে। সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী মল্লিকপুর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কালবৈশাখি ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কালবৈশাখি ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন। ওসি আরও জানান, অন্যদিকে ভোরে একটি ইঞ্জিন নৌকাযোগে পাথর উত্তোলন করতে জেলা সদরে আসছিলেন সফিক মিয়াসহ আরও দুইজন। পথিমধ্যে শহরতলীর আব্দুজ জহুর সেতুর কাছে আসলে আকস্মিক কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় অপর দুইজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তিনি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে রোববার রাতের কালবেশাখি ঝড়ে পৌর এলাকার শতাধিক ঘরবাড়ী ও বিদ্যুৎ লাইন বিপর্যস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আয়্যুব বখত জগলুল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply