২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৩৪/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ

পেয়ারু ফটিকছড়ি থেকে সরে দাঁড়ালেন

     

একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম পেয়ারুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আপেল প্রতীক নিয়ে মাঠে ছিলেন বেশ জোরেশোরে।প্রসঙ্গত, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী।

আজ শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত এক সভায় তিনি নির্বাচন থেকে প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে সিদ্ধান্ত ছিল কোনো আসনেই বিদ্রোহী প্রার্থী থাকবে না। সে সিদ্ধান্ত মেনে আজ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply