২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:০৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

ইমেজ’ ক্লিনিকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ

     

 

চট্টগ্রাম শহরে অবস্থিত বেসরকারী সেবা সংস্থা ইমেজ ক্লিনিক কর্তৃক আয়োজিত “প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধিকরি, পরবর্তী পরিবার পরিকল্পনা নিশ্চিত করি” এরই লক্ষে ২৪-২৯ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ইমেজ নাসিরাবাদ ক্লিনিক সহ ইমেজের কর্ম এলাকায় সক্ষম দম্পতি ও নব বিবাহিত দম্পতিদের নিয়ে ইমেজ এর মো. কুতুব উদ্দীন (ম্যানেজার অর্থ ও প্রশাসন) এর সভাপতিত্বে একটি মা সমাবেশ ও পরিবার পরিকল্পনা সেবার আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে দীর্ঘ্য মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা সমূহ আলোচনা ও পরামর্শ দেওযা হয়। “ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট” তাই ডেলিভারীর পরপর ও ক্লিনিক ও হাসপাতালে দীর্ঘ্য মেয়াদী ওটউ পদ্ধতি নেওয়া প্রসুতি মাদের জন্য নিরাপদ। এছাড়াও পুরুষদের এন এস ভি ও মহিলাদের টিউবেকটমী নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন এম.আই.এস অফিসার সাবিহা সিপাতী (পাপড়ী), ক্লিনিক ম্যানেজার মো. নিজাম উদ্দীন, রনজিত কুমার শীল, জালালাবাদ ক্লিনিকের ম্যানেজার মো. মহসিনুল ইসলাম, চান্দগাঁও ক্লিনিকের ম্যানেজার আফরোজা আক্তার, আমানবাজার ক্লিনিকের ম্যানেজার খায়রুল বশর, মেডিকেল অফিসার হৈমন্তী চৌধুরী, সিতারা শামীম, আশালতা মন্ডল, প্রবীর শীল, সেলিনা আক্তার, এসপি খাদিজা, কলিন্স দাশ এছাড়া এলাকার আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply