১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

মাইজভাণ্ডারী একাডেমির ‘বেলায়তে মোতলাকা’ কর্মশালায় ড. জাফর উল্লাহ

     

মানুষকে পৌত্তলিকতা, নাস্তিক্যবাদ হতে কার্যকরী রূহানী শক্তিদ্বারা আল্লাহর পরিচয় দেওয়ার মহাকৌশলকে বলা হয় বেলায়তে মোতলাকা  ২৪ নভেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকায় নগরীর চান্দগাঁওস্থ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট মিলনায়তনে মাইজভাণ্ডারী একাডেমির ‘বেলায়তে মোতলাকা’ শীর্ষক কর্মশালায় আলোচকগণ তাঁদের বক্তব্যে এ মতামত প্রকাশ করেন। কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল: ‘বেলায়তে মোতলাকা’ গ্রন্থের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম পরিচ্ছেদ। উক্ত কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. মোহাম্মদ জাফর উল্লাহ। মাইজভান্ডারী একাডেমির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, বরেণ্য মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক এস.এম মিসবাহ-উর রহমান মাসুক সহ বিভিন্ন কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষক এবং মাইজভাণ্ডারী একাডেমির সদস্যগণ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply