৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৪৫/ রবিবার
মে ৫, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ

১২ সাংগঠনিক জেলায় যুবদলের নতুন কমিটি

     

জাতীয়তাবাদী যুবদলের ১২টি সাংগঠনিক জেলায় নতুন (আংশিক) কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার যুবদলের দফতরের দায়িত্বপ্রাপ্ত কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সংগঠনকে আন্দোলনমুখী করার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক জেলাসমূহের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এ কমিটি দেয়া হয়েছে।’
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- রংপুর জেলায় সভাপতি নাজমুল আলম নাজু, সহসভাপতি শ্রী বিপ্লব চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. সামছুল হক ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জেমস ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ফিরোজ।
রংপুর মহানগরে সভাপতি মাহফুজ উন নবী ডন, সহসভাপতি নুরুন্নবী মিলন, সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন ও সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন।
রাজশাহী জেলা শাখায় সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সহসভাপতি নাছির উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম সমাপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জিল্লুর রহমান বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী ভুট্টো।
কুড়িগ্রাম জেলা যুবদলে সভাপতি মো. রায়হান কবির, সহসভাপতি মো. নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল আলম (রজব)।
শরীয়তপুর জেলায় সভাপতি মো. আরিফুজ্জামান মোল্লা, সহসভাপতি মনির হোসেন মাঝি, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিক মোল্লা ও সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর।
কুমিল্লা (দক্ষিণ) সাংগঠনিক জেলায় সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহসভাপতি ফেরদৌস পাটোয়ারী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মদ জুয়েল।
কুমিল্লা মহানগরীতে সভাপতি উলফাতুল বারী আবু, সহসভাপতি মঞ্জুরুল আলম রুবেল, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মজুমদার ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব।
বরিশাল (দক্ষিণ) সাংগঠনিক জেলায় সভাপতি পারভেজ আকন বিপ্লব, সহসভাপতি মামুন রেজা খান, মো. সাজ্জাদ হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মওলা রাব্বী শামীম ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।
বরিশাল মহানগরীতে সভাপতি আক্তারুজ্জামান শামীম, সহসভাপতি কামরুল হাসান রতন, মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হাসান জাহান, শহিদুল হাসান আনিচ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ।
খুলনা মহানগরীতে সভাপতি মাহাবুবুল হাসান পিয়ারু, সহসভাপতি শফিকুল ইসলাম হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রফিকুল ইসলাম রফিক ও সাংগঠনিক সম্পাদক কাজী নেহিবুল হাসান নেহিম।
খুলনা সাংগঠনিক জেলায় সভাপতি মোহাম্মদ শামিম কবির, সহসভাপতি আব্দুল্লা হিল কাফি, সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রহমান ফ্রান্স ও সাংগঠনিক সম্পাদক জাভের আলী।
রাজশাহী মহানগর যুবদলে সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সহসভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু।
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply