৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:২০/ রবিবার
মে ৫, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ

দিরাই পৌরসভার মেয়র বললেন বিদ্রোহীরা বিএনপির দালাল

     

 

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে 
সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা মোশাররফ মিয়া বলেছেন,প্রকাশ্য দিবালোকে দলের নির্বাচিত এমপি ড.জয়াসেন গুপ্তার ও সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরোধীতা করে নামধারী আওয়ামীলীগ নেতাকর্মীরা অর্থাৎ বিদ্রোহীরা বিএনপির দালালী করছেন। এরা ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে দলীয় প্রার্থী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপির বিরোধীতা করে লাঙ্গলের পক্ষে অর্থাৎ তৎকালীন এমপি নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নৌকাকে পরাজিত করলেও নেত্রী নিজ গুনে জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্ত এমপি কে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টার পাশাপাশি হবিগঞ্জ ২ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার ব্যবস্থা নিয়েছিলেন। তিনি বলেন,দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকা ভাল। কিন্তু মনোনয়ন এর নামে দলের নির্বাচিত এমপির বিরোধিতা এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো গঠনতন্ত্রের পরিপন্থী কাজ ও আইন লঙ্ঘণ করা ফৌজদারী অপরাধ বটে। আমি আশা করি বিদ্রোহীরা নিজ গুনে এখনও দলের বিরোধী কর্মকান্ড থেকে মূল ধারায় ফিরে আসবেন। বুধবার বিকেলে এ প্রতিনিধির সাথে আলাপকালে মেয়র মোশাররফ মিয়া বলেন,অপপ্রচারকারীরা বিভিন্ন সভা সমাবেশে ড.জয়া সেন গুপ্তা এমপির বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছে তার একটিও সত্য নয়। এমপি জয়া সেন গুপ্তা সংসদ অধিবেশন ব্যতিত সব সময়ই নির্বাচনী এলাকায় থাকেন। নির্বাচনী এলাকার গ্রাম থেকে পাড়া মহল্লায় কোন না কোন সভা সমিতি সমাবেশ ছাড়াও বিদ্যুৎ রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তার ঐকান্তিক প্রচেষ্টাতেই দিরাই শাল্লায় কলেজ ও হাইস্কুল সরকারী হয়েছে। তিনি সার্বক্ষনিকভাবে মাঠে আছেন এবং মাঠে থেকেই মনোনয়ন পেয়ে আবারও নির্বাচিত হবেন বলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা শতভাগ আশাবাদ পোষণ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply