২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৫৩/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ২:৫৩ পূর্বাহ্ণ

কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির চেষ্টা

     

কক্সবাজার শহরে পাগলা কুকুরের কামড়ে আহত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় রাজু মিয়া নামের এক কসাইকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ও ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীনের নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন জানান, শহরের বড় বাজারের কসাই, মৃত সোনা মিয়ার ছেলে রাজু মিয়া মঙ্গলবার রাতে পাগলা কুকুরে কামড়ানো একটি গরু কিনে জবাই করে এবং আজ বুধবার ভোরে বাজারে বিক্রির জন্য তার নিজ বাসার ফ্রিজে জমা করে রাখে। খবর পেয়ে অভিযান চালিয়ে ৭০ কেজি মাংসসহ কসাই রাজু মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

কসাই রাজু উক্ত গরুটি ২২ হাজার টাকায় কিনে বলে স্বীকার করে। পরে দণ্ডিত কসাইকে জেল হাজতে পাঠানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply