৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০২/ রবিবার
মে ৫, ২০২৪ ৬:০২ পূর্বাহ্ণ

গাজীপুরে ক্লিন সিটি গড়তে উচ্ছেদ অভিযান শুরু

     

গাজীপুর জেলা প্রতিনিধি  
গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার অংশ হিসেবে মহাসড়কের দু’পাশে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

১৯ সেপ্টেম্বর বুধবার সকালে চান্দনা চৌরাস্তায় প্রথম পদক্ষেপ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও গাজীপুর মেট্রোপলিন পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।

এর আগে মহাসড়ক থেকে দোকানপাট সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়। ব্যবসায়ীরা যাতে বৈধভাবে ব্যবসা করতে পারেন সেজন্য বিনা জামানতে সিটির পক্ষ থেকে আলাদা মার্কেটের ব্যবস্থা করার ঘোষণা করেন মেয়র জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি বলেন, গাজীপুরকে গ্রিন এবং ক্লিন সিটি গড়ার জন্য মহাসড়কে কোনোভাবেই ময়লা আবর্জনা রাখা যাবে না, যানজট করা যাবে না। এজন্য অবৈধভাবে ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। এসব ব্যবসায়ীরা যেন বৈধভাবে ব্যবসা করতে পারেন সেজন্য বিনা জামানতে সিটির পক্ষ থেকে আলাদা মার্কেটের ব্যবস্থা করা হবে।

নবনিযুক্ত জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, গাজীপুরে অনেকগুলো সমস্যার মধ্যে যানজট একটি অন্যতম সমস্যা। যানজট আমাদের জন্য এক বড় অভিশাপ। এজন্য এই মুহূর্তে আমাদের কিছু করণীয় আছে। অবৈধ ফুটপাত দখল ও রাস্তা দখল, যত্রতত্র গাড়ি পার্কিং করাসহ বেশকিছু সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply