২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৪২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

কারাদণ্ডাদেশ স্থগিত, নওয়াজকে মুক্তির নির্দেশ

     

দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কারাগারে যাওয়ার দুই মাস পর তাকে মুক্তির আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।
নওয়াজ শরিফের আপিলের শুনানি করে বুধবার এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের কারাদণ্ডাদেশ স্থগিত করা হয়। তারা এখন দ্রুতই মুক্তি পাবেন।
এর আগে মৃত্যুর সময় নিজের স্ত্রী কুলসুম নওয়াজের পাশে থাকতে পারেননি শরিফ। মায়ের পাশে থাকতে পারেননি মরিয়ম। তার মৃত্যুর পর ১২ সেপ্টেম্বর তাদেরকে প্যারোলে মুক্তি দেয় সরকার।
দুর্নীতির মামলায় নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম দুইজনই দোষী সাব্যস্ত হন। পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেন। এরপর ১৩ জুলাই নওয়াজ ও তার মেয়ে লন্ডন থেকে দেশে ফিরলে তাদের গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালে পানামা পেপার্স ফাঁসের পর জানা যায়, শরীফের সন্তানরা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। এরপর তদন্তে উঠে আসে,  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা তাদের সম্পদের হিসেব দিতে ব্যর্থ হয়েছেন। খবর: বিবিসি

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply