২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৩:০৫ পূর্বাহ্ণ

গাজীপুরে আগুনে পুড়ল বাড়িঘর, দোকানপাট

     

গাজীপুরের শ্রীপুর ও টঙ্গীতে অগ্নিকাণ্ডে বাড়িঘরসহ কয়েকটি দোকান পুড়ে গেছে।

৭ জুলাই শনিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এসব ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আল-আমিন জানান, ভবানীপুরের নলজানি এলাকায় আব্দুল জলিলের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

আগুন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাড়ির চারটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ আগুনে বাড়ির চারটি ঘরের আবসবাবপত্র, টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আল-আমিন।

এছাড়া টঙ্গীতে আগুনে পুড়েছে মালপত্রসহ একটি সাইকেল পার্টসের দোকান ও একটি ভাঙ্গারির দোকান।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, টঙ্গীর তিস্তা গেট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে তা পাশের ভাঙ্গারির দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে তিনি জানান। কোনো ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply