২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৫২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ

পটিয়ায় শহীদ আবদুস সবুর স্কুলের উদ্বোধনে সামশুল হক এমপি শিক্ষার গুণগতমান উন্নয়ন শেখ হাসিনা সরকারের চ্যালেঞ্জ

     

পটিয়ায় নবনির্মিত কেলিশহর শহীদ আবদুস সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার নতুন এ বিদ্যালয়টির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম আমসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, দক্ষিন জেলা আ’লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, কেলিশহর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিজন চক্রবর্তী, আবদুল খালেক চেয়ারম্যান, আজিমুল হক, পৌর আ’লীগ সাধারন সম্পাদক আলমগীর আলম, সেলিম চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, নাছির উদ্দিন পদ্মা, যুবলীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, আবুল কাসেম চৌধুরী, ছিদ্দিক আহমদ, সৌমেন চক্রবর্তী, ইউসুফ নবী টিপু, আবদুর রাজ্জাক, অরুন কুমার দে, মাষ্টার প্রবোধ রায় চন্দন, জামাল চৌধুরী, সামশুল আলম, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.সোহেল, আবুল হোসেন মাখন, ইউনুছ মিয়া, নুরুল ইসলাম, ফোরকান, তাজু প্রমুখ।
এতে প্রধান অতিথি সামশুল হক চৌধুরী এমপি বলেন, শিক্ষার গুণগতমান উন্নয়ন সরকারের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার শিক্ষক ও শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উন্নতমানের প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা দিচ্ছে। তিনি বলেন, আজকের শিশুরা আগামীদিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পেছনে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষিত সন্তানরাই পারে এ সমাজ ও জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে। তাই মায়েদের শিক্ষার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার সারাদেশে মা সমাবেশ আয়োজনের ব্যবস্থা করেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply