৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:২৪/ রবিবার
মে ৫, ২০২৪ ১:২৪ পূর্বাহ্ণ

বরকল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

     

চন্দনাইশে মাওলানা মনিরুজ্জামান এসলামাবাদী প্রতিষ্ঠিত বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ভূমিদাতাগনের নামে ভবন নামকরণ, সম্মাননা প্রদান ও অভিভাবক সমাবেশ ৫ মে শনিবার অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জাফর আহম্মদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমসি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাদাৎ হোসেন চৌধুরী জসিম। বিশেষ অতিথি ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল গফফার, বরকল ছালামতিয়া সিনিয়র (আলিম) মাদরাসার সভাপতি মো. শওকত হোসেন ফিরোজ, এসএমসি সদস্য আলহাজ্ব মো. বখতেয়ার হোসেন মুরাদ, মাস্টার মুহাম্মদ ছাদেক, খোরশেদ আলম, আনছারুল হক, দাতাপরিবার প্রতিনিধি আবদুর রউফ, আমির খসরু পারভেজ, মঈনুল আলম আদর, শামসুল আলম, সাবেক ছাত্র অধ্যাপক মো. মিজানুর রহমান, মো. মঈনুদ্দীন জুয়েল, ইঞ্জিনিয়ার আতিক উল¬াহ খান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন শিক্ষক মো. আবু ইউসুফ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সহ. প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন ও সিনিয়র শিক্ষক টিপু সুলতান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভূমিদাতাদের মরনোত্তর সম্মাননা ক্রেস্ট তাঁদের পারিবারিক প্রতিনিধিদের মাধ্যমে প্রদান করা হয়। পরে বিদ্যালয়ে ভূমিদাতাদের নামে ভবন; যথাক্রমে মরহুম সোনা মিয়া চৌধুরী (সাবেক এমএনএ) ভবন, মরহুম নজির আহমদ ভবন, মরহুম রফিক আহমদ ভবন, মরহুম ছৈয়দ আলী ভবন, মরহুম ফরিদুল আলম চৌধুরী ভবন ও মরহুম আবদুস ছমদ ভবনের নাম ফলক উন্মোচন করা হয়।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, জাতির অগ্রগতি ও নিজেদের উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তাই, প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞানার্জনে আন্তরিক  হতে হবে। জ্ঞান আহরণ, বৈষয়িক যোগ্যতা অর্জন এবং চরিত্র গঠনে অভিভাবকদেরকেও দায়িত্ববান হওয়া উচিৎ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply