২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৪৪/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ

আজ চৈত্র সংক্রান্তি

     

আজ চৈত্র সংক্রান্তি। বাংলা বছর এবং ঋতুরাজ বসন্তের বিদায়ের দিন। আগামীকাল শনিবার পহেলা বৈশাখ। শুরু হবে নতুন বাংলা বর্ষ ১৪২৫।

আজ সূর্যাস্তের পর কালের অতল গহ্বরে হারিয়ে যাবে ১৪২৪, কাল সূর্যোদয়ের পর বরণ করে নেয়া হবে নতুন বাংলা বর্ষ ১৪২৫কে।

চৈত্র সংক্রান্তিতে ঋতুরাজ বসন্তের বিদায়ের মধ্যেই থাকে বর্ষবিদায়ের আয়োজন। চিরায়ত অসাম্প্রদায়িক বাঙালির কাছে চৈত্র সংক্রান্তি এক বৃহত্তর লোকজ উৎসবে পরিণত হয়েছে।

হিন্দু শাস্ত্র ও লোকাচার অনুসারে এই দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পুণ্যজনক মনে করা হয়। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চড়ক। এ ছাড়া দেশজুড়ে চলে নানা ধরনের মেলা, উৎসব। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসন্ত বিদায় দেয়ার আয়োজনও বেশ বড় হয়। তাদের আয়োজনের মধ্যে থাকে ‘ফুল বিজু’, ‘হারি বৈসুক’।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply