২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ

কোটা সংস্কার নিয়ে কাজ চলছে : ইসমাত

     

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। আজ মঙ্গলবার এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত রবিবার কোটা সংস্কারের দাবিতে তারা শাহবাগের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের সরিয়ে দেয়।

গত রবিবার রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘটিত সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উপাচার্যের বাসভবন তছনছ, ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়া হয়।

এদিকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রণালয়কে কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এটি সংস্কারে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে কিনা- জানতে চাইলে ইসমাত আরা বলেন, ‘কোটা সংস্কারের বিষয়ে কাজ চলছে। যখন বলার মতো কিছু হবে তখন আপনারা জানবেন।’

কোটা সংস্কারের পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারব না। এটা নিয়ে আমরা কাজ করছি, এ মুহূর্তে শুধু এটুকুই বলতে পারি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply