৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩১/ সোমবার
মে ৬, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

কোটা সংস্কারের দাবিতে উত্তাল রুয়েট

     

মোঃ উমর ফারুক,রাবি প্রতিনিধি 

সরকারী চাকুরীতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ  আন্দোলনে নেমেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা।
আজ দুপুর ১২টা সময় বিশ্ববিদ্যালয় মূল ফটকে সামনে ঢাকা টু রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা।
এসময় আন্দোলনে শিক্ষার্থীরা বলেন, কোটা বর্তমানে মেধাদের উপর একদম চেপে বসেছে।মেধাবীরা তাদের মেধার যথাযথ মূল্যায়ন পাচ্ছেনা। বঙ্গবন্ধুর বাংলার মেধাবীদের উপর বৈষম্য মোটেও মেনে নেওয়ার মত নয়। আমরা কোটা সংস্কার চাই,বাতিল নয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বিষয়টি ভালো করে দেখবেন। ঢাকা শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বরর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীরা কোটা সংস্কার নানা ব্যানার,ফেস্টুন নিয়ে দলে দলে আন্দোলনে যোগ দেয়। তাছাড়া,কোটা সংস্কার আন্দোলন আহ্বায়ক কমিটির সঙ্গে আজ আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সাথে বৈঠক হবার কথা রয়েছে। যদি সমতা কিংবা সংস্কার হয় তাহলে আমাদের আন্দোলন থামবে নতুবা আন্দোলন অব্যাহত থাকবে।
তারপর শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যর ঠাঁই নাই, স্বাধীন বাংলায় বৈষম্যর ঠাঁই নাই, কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, শ্লোগান নিয়ে পুরো ক্যাম্পাস পদক্ষিণ করে আবার মূল ফটকে এসে মিলিত হয়। উক্ত আন্দোলনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পূর্বে কেন্দ্র ঘোষিত অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মহা সড়ক অবরোধ করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply