১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:০৬/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ৭:০৬ পূর্বাহ্ণ

ইপিজেডে ভোলা মাঝির জুয়ার আসর !

     

দীর্ঘদিন ধরে ইপিজেড থানার অদূরে রেল বীট শিল্পাঞ্চলে চলছে জুয়ার আসর।  একটি মন্দির সংলগ্ন এই জুয়ার আসরের কারণে আরাধনা করতে আসা লোকজন ও পথচারীরা দিন দিন ছিনতাই ও হয়রানীর শিকার হচ্ছে। কুখ্যাত দুই জাত জুয়ারু ভোলা মাজি ও কাশেম এই আসরের মূল হোতা বলে জানা গেছে।

জানা গেছে, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই জুয়ার আসর বসে। প্রকাশ্যে এই আসরে ৫থেকে ৭ লাখ টাকা হারজিত হয়। বহু দুরদুরান্ত থেকে এখানে জাত জুয়ারুরা এসে থাকে। এই সব জুয়ারুদের বেপরোয়া আচরণ ও চলাচলের কারণে মহিলা পথচারীরা অজানা ভয়ে এই পথ এড়িয়ে চলে। প্রায়ই এই আসরের আশেপাশে ছিনতাইকারীর শিকার হয় পথচারীরা। ছিনতাই এর শিকার হলেও প্রতিকার না পাবার ঘটনা অহরহ রয়েছে এখানে। এই এলাকার কমিশনারের দোহাই দিয়ে এই আসরের মাধ্যমে এই সমাজধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে জুয়ারু বানাচ্ছে নিরিহ লোকজনকে। এই জুয়ার কারণে অনেক পরিবারে অশান্তি লেগেই আছে। এই এলাকায়  র্য্যাব ও নিকটে পুলিশ ফাঁড়ি থাকলেও রহস্যজনক কারণে তারা নিরবতা পালন করছেন। ইপিজেড থানার ওসির অগোছরে জনৈক ক্যাশিয়ার নামধারী পুলিশ এইসব জুয়ারুদের আশ্রয় দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply