২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩৩/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

আনোয়ারা মেরন সান কিন্ডারগার্টেনের শিক্ষাসফর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

     

 

আনোয়ারা উপজেলা সদরস্থ আনোয়ারা মেরন সান কিন্ডারগার্টেনের বার্ষিক শিক্ষাসফর এবং ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান ৩ মার্চ শুক্রবার পারকি সমুদ্র সৈকতে সম্পন্ন হয়। পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক বিশিষ্ট শিক্ষানুরাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল দাশ। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মিন্টু সিকদার। বিশেষ অতিথি ছিলেন এ এস এ আবুল খায়ের, হুমায়ুন কবির, সুজিত দাশ, পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন, মোহাম্মদ মিয়া মেম্বার ও সমাজসেবক তাপস চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা ফাইরোজ ফারিয়া হ্যাপী, জেরিন তাসনীম, নাছরিন ঝর্ণা, প্রিয়াংকা মল্লিক, তাসাত তাশমিন নিশা, দ্বীপু দে, লায়লা বেগম, জান্নাতুল ফেরদৌস, রচিতা সিকদার, ইলিয়াছ খান বাবলা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ সকল সহপাঠ একই সূত্রে গাঁথা। তাই পাঠ্য লেখাপড়ার পাশাপাশি সকল সহপাঠ্যের চর্চা করা উচিত। বিশেষ করে চিত্তবিনোদন, সংস্কৃতি, ক্রীড়া ইত্যাদি ছাত্রছাত্রীদের অনুশীলন করতে হবে। দেশের উন্নয়ন ও নিজের অগ্রগতির জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যুগোপযোগী, মানসম্পন্ন জ্ঞান অর্জন করতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply