২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

     

সাম্প্রতি ফটিকছড়ির ১০নং সুন্দরপুর ইউয়নের ঐতিহ্যবাহী পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উৎসবমূখর পরিবেশে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত শিক্ষক এন.এম. রহমত উল্লাহ। বই উৎসবে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. ফজলুল হক মেম্বার, সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মফজল আহমদ, ইউপি সদস্য ও এসএমসি সদস্য ফারুক আহমেদ ওমর, মো. রেজাউল করিম, মো. সেলিম উল্লাহ, প্রদীপ কান্তি নাথ, মো. আকবর, মো. গোলামুর রহমান, আবুল বশর সুমন, মো. নুরুল ইসলাম, আহমদ ছফা, মো. শহীদুল্লাহ, মো. জাবেদ ও মো. জসীম উদ্দিন। প্রধান শিক্ষক অর্চনা রাণী আচার্যের সঞ্চালনায় বই বিতরণ কার্যক্রম বিদ্যালয়ে সহকারী শিক্ষকবৃন্দ ছবুরা খানম, রাশেদা খানম এবং মিতা বড়–য়া উপস্থিত ছিলেন। বক্ততায় এন.এম. রহমত উল্লাহ বলেন বছরের প্রথমদিন কোমলমতি শিশুদের হাতে নতুন বই প্রদানের উদ্যোগ বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সঠিকভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠার জন্য আমাদের সকলকে আন্তরিক ও দায়িত্ববান হতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply