৯ মে ২০২৪ / ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৪৭/ বৃহস্পতিবার
মে ৯, ২০২৪ ৪:৪৭ পূর্বাহ্ণ

মহিউদ্দিন চৌধুরীর মেজবানে প্রাণহানি কমিউনিটি সেন্টারটি বন্ধ

     

এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেজবানে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় রীমা কমিউনিটি সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর ওই কমিউনিটি সেন্টারে মেজবানে  অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় ১০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।
চৌধুরী পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে চট্টগ্রামের ১৪টি কমিউনিটি সেন্টারে কুলখানি ও মেজবানের আয়োজন করা হয়।
এর মধ্যে রীমা কমিউনিটি সেন্টারে অমুসলিমের জন্য মেজবানের ব্যবস্থা করা হয়।
দুপুর ১টার পর প্রচণ্ড ভিড় তৈরি হয় এখানে। এক পর্যায়ে হুড়োহুড়িকে কেন্দ্র করে পদদলিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূল রাস্তা থেকে কমিউনিটি সেন্টারে প্রবেশের পথ অনেকটা ঢালু। যে কারণে দুপুরে ভিড় ও চাপ বাড়ায় যখন মূল গেট খুলে দেয়া হয় তখন হুড়োহুড়ি করে প্রবেশ করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply