৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৪/ সোমবার
মে ৬, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে এতিম ও প্রতিবন্ধিদের মাঝে দুধ-ডিম বিতরণ

     

 

সাইফুর রহমান শামীম
প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষ্যে কুড়িগ্রামে দু’দিন ব্যাপি প্রাণিসম্পদ সেবা ক্যাম্প ও স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে তিন শতাধিক এতিম ও প্রতিবন্ধি শিশুর মাঝে দুধ, ডিম দেয়া হয়। সদর উপজেলার শিশু পরিবারে ৫০জন এতিম শিশুকে ২৫ কেজি দুধ এবং আসাদুজ্জামান বিশেষ প্রতিবন্ধি বিদ্যালয়ে প্রায় ২৫০জন শিশুর মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়।
এছাড়াও বেলাগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে এবং ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর দাখিল মাদ্রাসা মাঠে সহ¯্রাধিক গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি, কবুতরের বিন্যামূল্যে তরকা, পিপিআর, রানিখেত, ডাকপ্লেগ, কৃমিনাশক ঔষধসহ বিভিন্ন রোগের টিকা দেয়া হয়।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায়, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক মোঃ শাহিনুর ইসলাম, আসাদুজ্জামান বিশেষ প্রতিবন্ধি বিদ্যালয়ের পরিচালক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply