২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:২৭/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৩:২৭ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের প্যানেল স্পীকার নজরুল ইসলাম চৌধুরী পবিত্র ইসলাম ধর্ম শান্তির পথে যুগে যুগে মানুষকে আহবান করেছে

     

 

বাংলাদেশের জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ২৯ নভেম্বর ২০১৭ বুধবার, সন্ধ্যায় জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া মোহাম্মদীয়া কেন্দ্রীয় খানেকা শরীফ ও মুছাফির ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, পবিত্র ইসলাম ধর্ম শান্তির পথে যুগে যুগে মানুষকে আহবান করেছে। মানুষকে ইহকাল ও পরকালের মুক্তির জন্য সঠিক পথ দেখিয়েছেন এই পবিত্র ইসলাম ধর্ম। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন ও সুফি অলিদের দেখানো পথেই মানুষ আলোকিত হতে পারে। কাঞ্চনগর জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফে, কুতুবে আলম, গাউসে জামান হযরত আবদুল হাই জাহাঁগিরি ক্বেবলা কাবা আলম (ক.ছি.আ) এর অন্যতম খলিফা হযরত মাওলানা শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ আমজাদ আলী নুরুল হুদা (ক.ছি.আ) প্রকাশ শাহসুফি সাহেব এর উত্তরসূরী কুতুবে আলম, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, ওয়ারেছুল আম্বিয়া, সুলতানুল আউলিয়া, হাজত রাওয়া, মুশকিল কুশা, নুরে জাহাঁগিরি আলহাজ্ব মাওলানা মুফতি হযরত শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ মমতাজ আলী (ক.ছি.আ)’র ছিলেন সেইরকম আলোকিত পথের দিশারী একজন মহান সাধক। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছে। তাঁর মতো মহান অলির জীবন কর্ম বর্তমান সমাজের কাছে তুলে ধরতে পারলে সমাজ ও দেশ আলোকিত হবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া মোহাম্মদীয়া কেন্দ্রীয় খানেকা শরীফ ও মুছাফির ভবন ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের পীরে কামেল হযরত আলহাজ্ব মাওলানা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী (ম.জি.আ.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান নুরুল আবছার, সাবেক চেয়ারম্যান আবদুর শুক্কুর কোম্পানী, দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, শাহাজাদা মাওলানা মোহাম্মদ মঞ্জুর আলী, শাহাজাদা মোহাম্মদ মতি মিয়া মনসুর, মাওলানা গোলাম রব্বানী প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply