২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ

আল্লামা আবু বকর শাহ্ (রাহ.) স্মৃতি সংসদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (দ.) স্মারক বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

     

 

প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর পবিত্র আদর্শের অনুসরণই আখিরাতের মুক্তির একমাত্র পথ। তাই এ আদর্শের যথাযথ চর্চাই প্রর্ত্যকে মুসলমানের নৈতিক ও ঈমানী দায়িত্ব। গত ২৪-১১-২০১৭ ইংরেজী জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হলে চন্দনাইশ থানার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল্লামা আবু বকর শাহ্ রাহমাতুল্লাহি আলায়হি স্মৃতি সংসদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (দ.) স্মারক বৃত্তি পরীক্ষার সনদ ও পুরষ্কার বিতরণী সভায় আলোচকবৃন্দ উপরোক্ত আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক আলোচনা, সনদ-বৃত্তি প্রদান ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সাহাব্ উদ্দীন চৌধুরী। মাহফিলে উদ্বোধক ছিলেন জোয়ারা ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ আবদুর রহিম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকমন্ডলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ গিয়াস উদ্দীন, আবুল কালাম আজাদ, মুহাম্মদ জিয়া উদ্দীন, মাহসুদুল ইসলাম, ইরফানুল হক প্রমুখ।
আনুষ্ঠানের শেষ পর্বে চন্দনাইশ ও পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি প্রাপ্ত ৪০ জন ছাত্র-ছাত্রীর নিকট সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply