৪ মে ২০২৪ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫০/ শনিবার
মে ৪, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

গাজীপুরে কারখানার পানির ট্যাংকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরের শ্রীপুরে কারখানার নির্মাণাধীন পানির ট্যাংকে পড়ে এক শিশু স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

৪ এপ্রিল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে ন্যাশনাল ডেনিম কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম পারভেজ (৬)। সে টেংরা গ্রামের নির্মাণ শ্রমিক আসাদুল ইসলামের ছেলে ও স্থানীয় শেখ নসর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

নিহত শিশু পারভেজের বাবা আসাদুল জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশেই কারখানার অরক্ষিত ১৫ ফিট গভীর ট্যাংকিতে পড়ে যায় পারভেজ। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসাদুল অভিযোগ করে বলেন, তার ছেলে পানিতে পড়ে গেলে কারখানার ঠিকাদার ও তার লোকজন পালিয়ে যায়।

কারখানার প্রশাসন ব্যবস্থাপক (এডমিন ম্যানেজার) মিজানুর রহমান জানান, কারখানার সীমানা প্রাচীর না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply