২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:২০/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন

     

গোলজার রহমান, সুন্দরগঞ্জ প্রতিনিধি
সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গনে ৪ শতাধিক পরিবার নদী গর্ভে বিলিন হয়েছে। বসতবাড়ি, আবাদি জমি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন পরিবার গুলো।
জানা গেছে, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে তিস্তা ও ব্রহ্মপুত্র নদ-নদীতে তীব্্র ¯্রােত দেখা দিলে উপকূলবর্তী এলাকায় বসবাসরত পরিবারগুলো নদী ভাঙ্গনের মূখে পড়ে। ভাঙ্গনে এ পর্যন্ত ৪ শতাধিক পরিবার বসতবাড়ি জমি-জিরাত হারিয়ে নিঃস্ব হয়ে বন্যা নিয়ন্ত্রন বেড়িবাধ ও খোলা আকাশের নিচে বসবাস করছেন। এছাড়া নদী ভাঙ্গনের মূখে পড়েছে শত-শত বসতবাড়ি, আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা। ভাঙ্গন কবলিত এলাকাগুলো হচ্ছে ভাটি কাপাসিয়ার যুগির ভিটা, লালচামার, কাপাসিয়া, ভাটি বুড়াইল, উজান বুড়াইল, উজান বোচাগাড়ী, ছয় ঘড়িয়া, বেলকা নবাবগঞ্জ ও রাঘব। শুধু যুগির ভিটা এলাকায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গনে ২ শতাধিক পরিবার বসতবাড়ি ও আবাদি জমি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তিস্তা নদীর ভাঙ্গন নিয়ে স্থানিয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ সাথে কথা হলে তিনি জানান, নদী ভাঙ্গনের কবল থেকে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে ভাঙ্গন রোধের জন্য বরাদ্দ পেয়েছি। অল্প সময়ের মধ্যে একাজ উদ্ধোধন করা হবে এবং আগামীতে যাতে এক ইঞ্চি জমিও তিস্তা নদী গ্রাস করতে না পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সামিউল আমীন সাথে কথা হলে তিনি জানান নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে চাহিদা পত্র প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান ইতোমধ্যে কিছু ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply