১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৪/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ৫:৫৪ পূর্বাহ্ণ

ডবলমুরিং-এ পুলিশ নয় তবু পুলিশের ভয় দেখিয়ে সোর্স জাহাঙ্গীরের চাঁদাবাজি

     

নগরীর ডবলমুরিং এ পুলিশ নয় তবু পুলিশের ভয় দেখিয়ে সোর্স জাহাঙ্গীর চাঁদাবাজি করে চলছে। মানুষ জানে না সে কে ? হকার থেকে শুরু করে যারা চাঁদা দেয় তারা অনেকে মনে করে সে পুলিশের বড় কর্তা।তার অধীনে আরো কয়েকজন চাঁদা তোলার লোক রয়েছে।খোরশেদ নামক এক ব্যাক্তি তার খাস লোক।

খবর নিয়ে জানা গেছে, কদমতলী থেকে পাহাড়তলী পর্যন্ত, দেওয়ান হাট হয়ে বাদামতলী মোড় ও আগ্রাবাদ এক্সসেস রোডে প্রতিদিন তার নিয়োগকৃত লোক দিয়ে চাঁদা আদায় করে থাকে।এ সব এলাকার হকার থেকে কমপক্ষে সে ৩০ হাজার টাকা পেয়ে থাকে। ১১টি পলিথিন ফ্যাক্টরী, ভেজাল মরিচ মিল, আবুল বিড়ি অফিস সংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরী থেকে মাসোহারা নিয়ে থাকে।এই ডবলমুরিং এলাকার কয়েকটি জুতার ফ্যাক্টরী ও অবৈধ মালামাল পরিবহন কারী ট্রান্সপোর্ট থেকেও সে মাসোহারা নেয়। জানা গেছে, জনৈক পুলিশ সদস্য কামরুলের আশ্রয়ে সে এসব অবৈধ লেনদেন পরিচালনা করে আসছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply