২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:২৮/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

কুয়াইশ চান্দগাঁও দূর্গা বাড়ীতে ৫ দিন ব্যাপী দূর্গা উৎসবের উদ্বোধন কাল থেকে

     

 

তেতাযুগে ঠাকুর রামচন্দ্র সীতাকে উস্কার করার জন্য মা দূর্গাকে অকাল বোধন করে জাগিয়েছিলেন। ঠাকুর রামচন্দ্রের সেই পূজাকে স্মরণ করে মত্যধামে মারা বিশ্বে ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী বক্তরা দূর্গা পূজা করবে। কুয়াইশ চান্দগাঁও সার্বজনীন দূর্গা বাড়ীতে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় ১০৮ সালে প্রদীপ, শঙ্ক, ঘন্টার ধ্বনীর মাধ্যমে দেবীর মার উম্মুচন করার হবে। এই অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সাধন চন্দ্র ধর যার উম্মচনের সূচনা করবেন। ডা. মনোতোষ ধরের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর সহ এলাকার সর্বস্তরের সুধীজনরা আলোচনায় অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply