১৫ মে ২০২৪ / ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৪৩/ বুধবার
মে ১৫, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রসহ ত্রিশ দেশের রাষ্ট্রদূত ও ষাট দেশের কুটনৈতিকের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন

     

শাহজাহান চৌধুরী শাহীন
মিয়ানমারের সামরিক জান্তার বর্বর নির্যাতন আর নিপীড়নের শিকার এদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের করুন পরিস্থিতি দেখতে এসেছে ভারত, চীন, যুক্তরাস্ট্রসহ ত্রিশটি দেশের রাষ্ট্রদূত ও ৬০ বিদেশী কুটনৈতিক। ১৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার দিকে কুটনৈতিকরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌছান এবং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং মিয়ানমার থেকে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনৈতিকের সাথে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ পদস্থ সরকারী কর্মকর্তা ও সংশিষ্টরা এসময় উপিস্থিত ছিলেন।
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন,রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক রোল প্লেলে করবে চীন।
অন্যদিকে ব্রিটিশ হাই কমিশনার বলেন, রোহিঙ্গাদের নিয়ে এ মানবিক বিপর্যয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply