কোম্পানির মিটার সম্পর্কে গণমাধ্যমে উত্থাপিত বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিয়েছে বি এন্ড টি মিটার লিমিটেড।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ব্যাখায় দেন কোম্পানির ডিরেক্টর মো হাবিবুর রহমান।

তিনি বলেন, একটি বেসরকারি টিভি চ্যানেলে বি&টি মিটার সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে উদ্দেশ্যমূলকভাবে বি এন্ড টি মিটার লিমিটেড এর ব্যাপারে কিছু বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়।

তিনি বলেন, মিটার একটি যন্ত্র। নানা কারণে এটি নষ্ট হতে পারে। তবে সেই সংখ্যা কম। তাছাড়া আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশনে পূরণ করেই মিটার বানাই। যা খোল বাজারের যেকোন মিটার থেকে মানে ভালো ও মূল্য কম।

তিনি আরও বলেন, মিটার নিয়ে কোন বিভ্রান্ত বা আতঙ্কিত না হয়ে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তার সমাধান পাওয়া যাবে।

এসময় প্রতিবেদনের বিভ্রান্তিকর তথ্যগুলোর সুনির্দিষ্ট জবাব পয়েন্ট আকারে তুলে ধরেন হাবিবুর রহমান। বছরে মিটার নষ্টের পরিমাণ, প্রিপেইড মিটার সংক্রান্ত ও বর্তমান প্রিপেইড মিটার কি ধরনের সমস্যা ও গ্রাহক ভোগান্তি তৈরি করছে এবং গ্রাহক সরাসরি খোলা বাজার হতে মিটার কিনলে এর মূল্য বৃদ্ধি পাওয়া এবং টেম্পারিং-এর সম্ভাবনা বৃদ্ধির ব্যাপারে সম্মেলনে আলোকপাত করা হয়।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বি এন্ড টি মিটার লিমিটেডের অনান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ