পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ৩৫ মামলার আসামি বার্মা সবুজ চট্টগ্রামে আটক হয়। সোমবার (২৫ নভেম্বর) বিকালে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বার্মা সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিনের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, সবুজ-সাইফুল-ফাহিম এই তিন ভাইয়ের চাঁদাবাজিতে অতিষ্ঠ বায়েজিদ-পাঁচলাইশ-খুলশী এলাকার মানুষ।
অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাসহ নগরের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও অধিক মামলা রয়েছে।