বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে নিত্য নতুন ধারণা। এরই অংশ হিসেবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নতুনভাবে আয়োজন করেছে জবাবদিহিতামূলক অনুষ্ঠান ‘মুখোমুখি’। পাক্ষিক এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মুখোমুখি হবেন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ । উত্তর দিবেন তাঁদের নানা প্রশ্নের।
‘মুখোমুখি’ অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর সম্মানিত মেয়র ডা: শাহাদাত হোসেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার জনাব মো: ঈমাম হোসাইন-এর পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহনেওয়াজ রিটন এবং প্রযোজনার করেছেন ইলন সফির। অনুষ্ঠানটি শুধুমাত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রচারিত হবে আজ মঙ্গলবার সন্ধ্যা ০৬.০০ টায়।