সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড ভাটিয়ারী হাজী টি এ সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মানিক স্যারের এর ভাগিনা বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে ভাটিয়ারী মোস্তফা অয়েল মিল এর পশ্চিম পাশে বানিয়া পাড়া সর্দার বাড়ি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি সহপাঠীর সাথে গোসল করতে যায় মোঃ সিয়াম (১১)। গোসল করতে নেমে ডুব দিয়ে অনেকক্ষণ যাবৎ উপরে না আসায় তার সহপাঠী এলাকার বড়দের খবর দেই।দীর্ঘক্ষন এলাকার অর্ধশত যুবকগণ পুকুরে খোঁজাখুঁজি চেষ্টা চালায়। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর মোঃ আমজাদ নামের একজন তাকে মৃত অবস্থায় পুকুরে বেশে উঠলে উপরে তুলে আনেন স্বজনরা। পরে তাকে বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাহিন উদ্দিন জানান।