নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস সালা উদ্দীন আহমদের আত্মীয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পনি লিমিটেড (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সাকলাইন প্রভাব খাঁটিয়ে শত কোটি টাকার অনিয়ম দুর্নীতি, অবৈধ গ্যাস সংযোগসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে ১৯ আগষ্ট সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর ষোলশহর কোম্পানির হেড অফিসের সামনে শতশত গ্রাহকরা মানববন্ধন করেন।
মানববন্ধনে গ্রাহকরা অভিযোগ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পিএস সালা উদ্দীনের প্রভাব খাঁটিয়ে এমডি প্রকৌশলী আবু সাকলাইন গুটি কয়েক দুর্নীতিবাজ অফিসারদের নিয়ে গড়ে তোলে বিশাল এক সিন্ডিকেট। সিন্ডিকেটি এমন কোন অনিয়ম নেই টাকার বিনিময়ে তাদের কাছে অনিয়ম নিয়মে পরিনত হয়েছে বলে দাবি করে। এমডিসহ দুর্নীতিবাজ অফিসারদের অপসারনের দাবি জানিয়েছে অন্তবর্তিকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসসহ জ্বালানী মন্ত্রনালয়ের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিজস্ব বার্ষিক ম্যাগাজিন অফিসার এসোসিয়েশনের তিন লাখ টাকা ব্যয়ে ৫০০ কপি বার্ষিক একটি ম্যাগাজিন ছাপাতে ৫ কোটি টাকা চাঁদাবাজি হয়। কর্ণফুলী গ্যাস কোম্পানির ১২টি বিক্রয় জোন থেকে জোন প্রতি ২০/২৫ লাখ টাকা, কর্ণফুলী গ্যাসের গ্রাহক শিল্প কারখানা, সিএনজি গ্যাস পাম্প এবং যে সব শিল্প কারখানা ও বাণিজিক প্রতিষ্ঠানের দুর্বলতার অযুহাতে চাপ সৃষ্টি করে চাঁদা আদায় করা হচ্ছে। যে সব ব্যাংক কর্ণফুলী গ্যাস কোম্পানির বিল আদায় করে থাকে সেসব ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন এবং নগদ টাকা আদায় করে গণহারে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্বৈরচারের দোসর কর্ণফুলী গ্যাস অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ইঞ্জিনিয়ার অনুপম দত্ত ও সাধারণ সম্পাদকে স্বাক্ষরিত প্যাডে লিখিত একটি চিঠি দিয়ে চাঁদা আদায় করেছে। কোম্পানির বিক্রয় জোন দক্ষিণের ডিজিএম ও এসোশিয়েশনের সভাপতি প্রকৌশলী অনুপম দত্ত, উত্তর বিক্রয় জোণের ডিজিএম প্রকৌশলী আবু জাহের, বিক্রয় জোন মার্কেটিং দক্ষিণের জিএম প্রকৌশলী রইস উদ্দীনসহ ৪ জনের বিরুদ্ধে । গত ২৪ জুলাই পেট্টোবাংলার মহাব্যবস্থাপক(প্রশাসন) মোঃ আমজাদ হোসেন স্বাক্ষরিত একটি পত্রে চাঁদাবাজির অভিযোগ শোকজ করা হয়। গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন উপলক্ষে এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী অনুপম দত্ত একই কায়দায় ১৫ লাখ টাকা চাঁদাবাজি করা হলেও জন্মদিন উপলক্ষে মাত্র ৫০০ টাকা দিয়ে একটি ব্যানার ২০০ টাকা দিয়ে একটি ফুল দিয়ে বাকী টাকা আত্মসাত করেছে। আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি।
ছাত্র-জনতা হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা পিএস কে এম সালাউদ্দিনের আত্মীয় কেজিডিসিএল এমডি প্রকৌশলী আবু সাকলাইনের আপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন। ১৯ আগস্ট সোমাবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লি: এর প্রধান কার্যালয়ের সামনে এমডি প্রকৌশলী আবু সাকলাইনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শতশত গ্রাহকেরা।
এসময় গ্রাহকদের পক্ষে থেকে সর্বস্থরের গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন ওবায়দুর রহমান, মো সেলিম, মো আসিফ, মো মাহফুজ, আবু বক্করসহ শতশত সাধারণ গ্রাহক।