নিজস্ব প্রতিনিধি

দিনভর বিক্ষোভ ও  অবস্হান ধর্মঘট শেষে প্রেসক্লাব চত্বরে শতাধিক বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের উপস্হিতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়।ওই কমিটিতে ইজতিহাদ পত্রিকার প্রকাশক বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত সাহেবকে আহ্বায়ক ও দিগন্ত টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিস্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার ৬ আগস্ট বিকালে চট্টগ্রাম মহানগরের তৃনমূল সাংবাদিকদের উপস্হিতিতে সর্বসম্মতভাবে এ প্রস্তাব ঘোষনা করা হয়।

প্রসংগত  দীর্ঘদিন ধরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক শ্রেণির অপেশাদার অসাধু চক্রের হাতে জিম্মি এবং বৈষম্যের শিকার হয়ে আসছে পেশাদার গণমাধ্যম কর্মীরা। গত ৫ আগস্ট সোমবার থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের নিয়মতান্ত্রিকভাবে দখলে নেয় তৃণমূল গণমাধ্যমকর্মীরা।প্রেস ক্লাব নেতৃবৃন্দরা তৃণমূল গণমাধ্যমকর্মীদের অবজ্ঞা করলে চট্টগ্রাম মহানগরে কর্মরত গণমাধ্যমকর্মীরা সকাল ১০টা থেকে প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসুচী পালন করেন।

 

শেয়ার করুনঃ