মোঃ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে কুমিরা থেকে বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ উপধারা (২) মোতাবেক সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৩রা জুলাই তারিখে উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা এলাকা থেকে বাঁশবাড়িয়া এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩৫ হাজার মিটারের চরঘেরা জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় বলে মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ কামাল উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ কোস্ট গার্ড কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার  আবদুর গাফফার।

শেয়ার করুনঃ