১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৪৬/ রবিবার
মে ১৯, ২০২৪ ৩:৪৬ পূর্বাহ্ণ

চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

     

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। কয়েক দিনের প্রবল তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ ও প্রকৃতি।

আবহাওয়া অফিস বলছে, আজ বুধবার দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তাপপ্রবাহ আরো ছড়াতে পারে। বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকায় মাসের বাকি দিনগুলোতেও তাপমাত্রা ও গরমের অনুভূতি কমবেশি একই রকম থাকতে পারে।

এদিকে, অব্যাহত গরমে প্রাণ অতিষ্ঠ হওয়ার মধ্যে একটিই স্বস্তির কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা আরেকটু বাড়লেও সামনের দিনগুলোতে অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম।

এদিকে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপলগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ ও রংপুর, রাজশাহী ও ঢাকার বাদ বাকি জেলার ওপর মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply