১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১১/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ

কাজের গাফিলতি হলে জনগণের বলার অধিকার আছেঃ ওয়াসিকা 

     

রানা সাত্তার, চট্টগ্রাম
  জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়ন করছেন।বড় বড় মেঘা প্রজেক্টের পাশাপাশি নজর দিয়েছেন পর্যটন এলাকার দিকেও। যাতে সকল জনগণ উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তেমনি পর্যটন এলাকা হিসাবে পারকি সমুদ্র সৈকতকে ঘিরেও মাস্টার প্ল্যান হচ্ছে। পাল্টে যাবে পারকি সমুদ্র সৈকতের চিত্র।উন্নয়নের ছোয়া ছড়িয়ে পরবে সারা আনোয়ারায়।পারকি সমুদ্র সৈকতে বারুনী স্নান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ও  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান এমপি প্রধান অতিথির ভাষনদানেকালে উপরোক্তগুলো বলেন।
তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মালম্বীরা শান্তিপূর্ণ সহবস্থায় থাকা এটা বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিখিয়েছেন।
 ৬ এপ্রিল শনিবার  বেলা ১২টায় পারকি সমুদ্র সৈকতে বারুনী স্নান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সচিব দেব নাথের সঞ্চালনায়, কল্লোল সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মানবিক ব্যাক্তিত্ব ডা. নাসির উদ্দীন মাহমুদ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মুজাম্মেল হক ও অ্যাডভোকেট চন্দন বিশ্বাস।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন, চেয়ারম্যান নাজিম উদ্দীন, শহিদুল ইসলাম শহিদ চেয়ারম্যান,সাগর মিত্র, আজিজুল হক মেম্বার , আবুল বশর, অহিদুল ইসলাম অহিদ, স্থানীয় মেম্বার তৌহিদুল ইসলাম, ডা. সন্তোষ কুমার দে, সৌরভ চৌধুরী, সরদার ঠাকুর জলদাস, প্রদীপ দত্ত কনক প্রমুখ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply