১৭ মে ২০২৪ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩৬/ শুক্রবার
মে ১৭, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ

তুমব্রু বিওপির সামনে রাস্তায় পড়ে আছে আরও একটি রকেট লঞ্চার 

     

কক্সবাজার জেলা প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর বিজিবির বিওপির সামনের সড়কে পড়ে আছে আরও একটি অবিস্ফোরিত রকেট লঞ্চার। নিরাপত্তাজনিত কারণে সড়কটি বন্ধ রেখেছে বিজিবি। একইসাথে চারপাশে টাঙিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা।
শনিবার (১০ ফেব্রুয়ারী) ভোরে তুমব্রু সীমান্ত এলাকায় ধানক্ষেতে কৃষকরা কাজ করতে গেলে রকেট লঞ্চারটি দেখতে পান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুল আলম (৪৩) বলেন, সকালের দিকে এই বোমাটি ধানক্ষেত থেকে তুলে এনে এখানে রেখেছে। এরকম অনেকগুলো থাকতে পারে। আমরা খুবই ভয়ে আছি।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরের দিকে তুমব্রুর পশ্চিমকুলেও একটি রকেট লঞ্চার পাওয়া যায়। সড়কেই পড়ে আছে ভয়ঙ্কর রকেট লঞ্চারটি। নিরাপত্তাজনিত কারণে বিজিবি সরিয়েছে আশপাশের বাসিন্দাদের

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply