১৭ মে ২০২৪ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৫৯/ শুক্রবার
মে ১৭, ২০২৪ ৮:৫৯ পূর্বাহ্ণ

মনজুর আলম-এর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে শুরু

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম অতীতের ধারাবাহিকতায় ২০২৩ সালের পবিত্র রমজান মাসের শুরুতে আল্লাহর রহমত, মাগফেরাত ও নাজাতের উছিলায় চট্টগ্রাম নগরীর ২০০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ইফতার ও সেহেরীর জন্য দ্রব্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে পবিত্র রমজানে রোজাদার সেবা কর্মসূচির শুভ সূচনা করেন। ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, সকাল থেকে দিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়। ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের প্রাক্কালে উপস্থিত রোজাদারদের উদ্দেশ্যে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহতায়ালা আমাদের রোজাদার সেবা করার সুযোগ দেয়ায় শুকরিয়া আদায় করছি। এ সেবা কাল কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আল্লাহর রহমত কামনা করে তিনি বলেন, আল্লাহতায়ালা পবিত্র রমজানকে তিনভাগে বিভক্ত করে সুসংবাদ দিয়েছেন। রমজানের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফেরাত এবং শেষের ১০ দিন নাজাত-এর উছিলা হিসেবে আল্লাহ তার বান্দাদের অবগত করেছেন। তিনি বলেন, সকল মুসলমানের জন্য রোজা পালন করা ফরজ একটি এবাদত। পবিত্র রমজান অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। তিনি সকলের নিকট দেশ জাতি, মুসলিম উম্মাহ, তার পরিবার পরিজন এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রোজাদারদের দোয়া কামনা করেন। তিনি বলেন, এই রমজানে আমরা সকলে দেশপ্রেম ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকবো। ইনশাল্লাহ। এসময় আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সরওয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম সহ রাজনৈতিক ও সমাজসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply