২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৪/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

উত্তরাখণ্ডে তুষার ধস: নিহত ১১

     

      প্রবল তুষারপাত ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতের উত্তরাখণ্ডে ১১ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এখনও ৪ জন নিখোঁজ থাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বিমান বাহিনী। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পাবর্ত্য জায়গা লামখাজ পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উঁচু। ভারতের হিমাচল রাজ্যের কিন্নাউর জেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরাখণ্ডের হারসিল রাজ্যে।
এই বিপজ্জনক জায়গায় দলবদ্ধ হয়ে ট্র্যাকিং-এ যান পবর্তারোহীরা। হঠাৎ আবহাওয়া বদলে গেলে ১৭ অক্টোবর পথ হারিয়ে ফেলেন ১৭ জন। খবর পেয়ে গত ২০ অক্টোবর থেকে তাদের সন্ধানে নামে ভারতের কেন্দ্রীয় উদ্ধারকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)।
লামখাজ পাসের ১৫ হাজার ফুট উচ্চতা থেকে ৪ জনের মৃতদেহ পাওয়া যায়। বাকি ৭ জনের লাশ পর্বতের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। দুইজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টারের সাহায্যে তাদের সন্ধান চালিয়ে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply