৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:১৩/ রবিবার
মে ৫, ২০২৪ ৭:১৩ পূর্বাহ্ণ

কী কিনবেন ক্রোমবুক না ল্যাপটপ

     

আজকাল একেবারে নতুন ল্যাপটপ কেনা বেশ খরচ সাপেক্ষ। অন্যদিকে কম দামে সেইরকম ল্যাপটপও বাজারে পাওয়া যায় না। তাই অনেকে ল্যাপটপের বদলে ক্রোমবুক কিনছেন। কিন্তু ক্রোমবুক কি ল্যাপটপের সমান কাজ করে? কী কী সুবিধা, অসুবিধা আছে?

ল্যাপটপ বা ক্রোমবুক কেনার পূর্বে আপনি নিশ্চিত হয়ে নিন যে ঠিক কী কাজের জন্য আপনি সেটি কিনতে যাচ্ছেন। কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন।

ক্রোমবুক কী?

ক্রোমবুক ক্রোম অপারেটিং সিস্টেমে চলে যা ল্যাপটপ বা নোটবুকের মতো নয় এবং এটি সাধারণত ১০ থেকে ১৪ ইঞ্চির মধ্যে হয়ে থাকে, অর্থাৎ সবচেয়ে বড় ক্রোমবুকটিও ১৫.৬ ইঞ্চির ল্যাপটপের চেয়ে ছোট। মূলত, ক্রোমবুক হল একপ্রকার ল্যাপটপ। তবে এখানে উইন্ডোজ সিস্টেম পাওয়া যাবে না। কেবল গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমে চলবে এটি। তবে কিছু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করা যাবে। সেক্ষেত্রে উইন্ডোজ বা ম্যাকবুক ল্যাপটপের মতো অভিজ্ঞতা পাবেন না।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply