২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:০৮/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ

ইনটেলিজেন্ট গাড়ি তৈরির স্মার্ট সরঞ্জাম আনল হুয়াওয়ে

     

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সরঞ্জাম ও সমাধান নিয়ে আসার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি অটো সাংহাই ২০২১ -এ ‘ফোকাসড ইনোভেশন ফর ইনটেলিজেন্ট ভেহিকেলস’ শীর্ষক অনুষ্ঠানে হুয়াওয়ে এই ঘোষণা দেয়।

অত্যাধুনিক বুদ্ধিমত্তাসম্পন্ন গাড়ি ও এর সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে এসব সমাধান। পাশাপাশি চীনের অটোমেটিভ খাতের প্রযুক্তিগত উন্নয়নে এবং জ্বালানিসাশ্রয়ী ও স্বয়ংক্রিয় গাড়ি চালনার ক্ষেত্রে পথিকৃৎ হতেও সহায়তা করবে হুয়াওয়ের এসব পণ্য। এই পদক্ষেপকে হুয়াওয়ে নিজের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সফলতার কৌশল হিসেবে বিবেচনা করছে। তাই এক্ষেত্রে, অত্যাধুনিক ও স্বতন্ত্র ড্রাইভিং ব্যবস্থার বিকাশ, বিশেষ করে স্বয়ক্রিয় ড্রাইভিং সফটওয়্যার উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

এ বছর হুয়াওয়ে পাঁচ হাজার জনের বেশি জনবল নিয়ে একটি দল গঠন করবে, যারা বুদ্ধিমত্তাসম্পন্ন অটোমেটিভ কম্পোনেন্ট এর গবেষণা ও উন্নয়নে নিবেদিতভাবে কাজ করবে এবং এ খাতে হুয়াওয়ে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। হুয়াওয়ে এই অটোমেটিভ খাতের প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ে সবসময়ই জোর দিয়ে আসছে কারণ পণ্যের সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে গ্রাহকদের উন্নত পণ্য ও ড্রাইভিং অভিজ্ঞতা দান করাই এর লক্ষ্য। আর একারণে ইউরোপ, জাপান ও চীনে হুয়াওয়ের আরঅ্যান্ডডি (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) সেন্টারে অনেকদিন থেকেই মেধাবী ইঞ্জিনিয়ারগণ কাজ করে আসছে।

এ নিয়ে হুয়াওয়ের ইনটেলিজেন্ট অটোমেটিভ সল্যুশন বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট উইলিয়াম ওয়্যাং বলেন, “উন্নত প্রযুক্তি ও বুদ্ধিমত্তা সম্পন্ন গাড়ি আরও উপভোগ্য ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে; এবং এ গাড়ি নির্মাণে হুয়াওয়ের প্রযুক্তিগত সক্ষমতার সাথে গাড়ি নির্মাতাদের গাড়ি নির্মাণে সক্ষমতার সমন্বয় করাই হুয়াওয়ে ইনসাইডের লক্ষ্য”।

অটো সাংহাই ২০১৯ -এ হুয়াওয়ে বুদ্ধিমত্তাসম্পন্ন বাহনের ক্ষেত্রে অটোমেটিভ কম্পোনেট খাতে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এবং বিগত দুই বছরে হুয়াওয়ে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতাদের সাথে কাজ করেছে। এ বছর হুয়াওয়ের ইনটেলিজেন্ট কম্পোনেন্ট ব্যবহার করে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ মডেল উন্মোচিত হবে যার মাধ্যমে শুরু হবে হুয়াওয়ের স্মার্ট অটোমেটিভ সল্যুশনের বাণিজ্যিকীকরণ।

অপটিক্যাল টেকনোলজি ও শীর্ষস্থানীয় ভবিষ্যতমুখী প্রযুক্তি নিয়ে বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে হুয়াওয়ে হাই-পারফরমেন্স এ-আর এইচইউডি চালু করেছে। ১০ এল এ-আর এইচইউডি একটি সাধারণ উইন্ডশিল্ডকে ৭০-ইঞ্চি এইচডি স্ক্রিনে পরিণত করতে পারে এবং ব্যবহারকারীর চোখ নড়াচড়া পর্যবেক্ষণ করে প্রজেকশন এরিয়া সমন্বয় করতে পারে। এর অনন্য ভিজ্যুয়াল আইডেন্টিফিকেশন ও এআই সক্ষমতা দেখার ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করবে, পাশাপাশি গাড়ি চালনায় সহায়তা করবে।

ট্রেডিশনাল এমএমওয়েভ রাডারের সুপিরিয়র ডিসট্যান্স ও ভেলোসিটি মেজারমেন্ট সক্ষমতা ব্যবস্থাপনার পাশাপাশি ফোরডি ইমেজিং রাডার উদ্ভাবনী নন-লাইন-অব-সাইট (এনএলওএস) সেন্সিং স্ট্রেন্থ প্রদান করবে। বাইরের আলোর অবস্থা ও খারাপ আবহাওয়া নির্বিশেষে কাজ করবে এ প্রযুক্তি। এছাড়াও, হুয়াওয়ে ফোরডি ইমেজিং রাডারের রেজ্যুলেশন অনেক বেশি এবং এটি আরও বিস্তৃত সীমায় বস্তুর উপস্থিতি শনাক্ত করতে পারবে।

এ শিল্পখাতের সর্বোচ্চ কম্পিউটিং পাওয়ার নিয়ে এমডিসি ৮১০ বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রাইভিং কম্পিউটিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এমডিসি কোর ও সম্পূর্ণ টুলচেইন থাকার ফলে এমডিসি ৮১০ ট্র্যাফিক জ্যাম পাইলট (টিজেপি), হাইওয়ে পাইলট (এইচডব্লিউপি) এবং অটো ভ্যালেট পার্কিং (এভিপি) -এর মতো উচ্চস্তরের স্বয়ংক্রিয় ড্রাইভিং ফাংশন ব্যহারের সুযোগ তৈরি করবে। ওপেন ও স্ট্যান্ডার্ডাইজড প্ল্যাটফর্ম হুয়াওয়ে এমডিসি’র লক্ষ্য বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রাইভিং শিল্পখাতের প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করা।

পণ্য উন্মোচনের সময় হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে এর অত্যাধুনিক এইচডি ম্যাপ ক্লাউড সার্ভিস ক্যাপাবিলিটি ও রোডম্যাপ সম্পর্কে ঘোষণা দিয়েছে। বর্তমানে, ইলেকট্রনিক নেভিগেশন ম্যাপ তৈরিতে এবং কম্প্রিহেনসিভ এইচডি ম্যাপ ডাটা কালেকশন ও ম্যাপিং সক্ষমতা বিকাশে হুয়াওয়ে গ্রেড-এ সার্ভেয়িং ও ম্যাপিং দক্ষতা অর্জন করেছে।

চার বছর গবেষণা ও উন্নয়নের পর হুয়াওয়ে গাড়ির জন্য বুদ্ধিমত্তাসম্পন্ন থার্মাল ম্যানেজমেন্ট সল্যুশন নিয়ে এসেছ। ইন্টিগ্রেটেড ডিজাইন, সেন্ট্রালাইজড কম্পোনেন্টস ও কন্ট্রোল ফাংশনের মাধ্যমে হুয়াওয়ে টিএমএস জ্বালানি সাশ্রয়ে শতভাগ উন্নতি, ক্যালিব্রেশন এফিসিয়েন্সি ও ব্যবহারকারীর অভিজ্ঞতায় ৬০ শতাংশ উন্নতি অর্জন করেছে।

About The Author

শেয়ার করুনঃ

অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ। অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ।

Leave a Reply