২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:০৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

নওগাঁর নিয়ামতপুরে ধানকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১ মহিলা সহ আহত- ৮

     

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে বোরো ধান কাটাকে কেন্দ্র করে তীর ধনুক নিয়ে আদিবাসীদের দুই পক্ষের সংঘর্ষে বুধু (৬০) নামে ১ জন নিহত ও ২ মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

এ সময় গুরুতর আহত ৪ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২জনকে আটক করেছে।

বুধবার দুপুর ৩টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা ধানের ক্ষেতে সংঘর্ষের এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাড়ইল ইউনিয়ন বান্দইল বিচিবাড়ী গ্রামের তারণ সরদারের আরএস রেকর্ডভুক্ত ৩ একর ৫৬ শতক জমি মসি সরদারের ছেলে বুধু সরদার, তারানু সরদার, বিধানের ছেলে খোকা টপ্প, মৃত-তারণ সরদারের ছেলে বিধান সরদার বোরাধান রোপন করেন। বুধবার বেলা ৩টায় উল্লেখিত ধান রোপন কারিরা বোরো ধান কাটতে গেলে মাসনা গ্রামের জগলালের ছেলে বঙ্গপাল ও সুচুর ছেলে সেভিন এর নেতৃত্বে তাদের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে হাসুয়া, তীর ধনুক দেশীয় অস্ত্র¿ নিয়ে আক্রমন করলে বান্দইল বিচিবাড়ী গ্রামের মসি সরদারের ছেলে বুধ ুসরদার তারানু (৬৫), মন্টুর স্ত্রী বুঝমনি (৫০), মৃত- খগনার ছেলে সারিতন (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার হরিসপুর দেওপুরা গ্রামের মজিদের ছেলে বিজয় (১৫), পোরশা উপজেলার নোনাহার গ্রামের সিনাই এর মেয়ে কবিতা (১৯), এবং হামলাকারিদের মাসনা গ্রামের মহাদেবের ছেলে অতিস কুজুর (৫০), দেবেন্দ্রর ছেলে রিপন (৩০), প্রসান্ত (৩৫) আহত হয়। আহতদের প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে বুধু সরদার মারা যান।

অন্যান্য আহতদের মধ্যে গুরুতর সারিতন এর হাতে তীর ধনুক বিদ্ধ অবস্থায় এবং বিজয়, কবিতা,ও তারানুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার আহমেদ জানান, প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আগেই বিজয়, সারিতন এবং কবিতাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বুধু এবং তারানুকেও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল। এমতাবস্থায় বুধু মারা যায়। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা র প্রক্রিয়া চলছে। তবে এই সংর্ঘসের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি হুমায়ন কবির।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply