৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৫৪/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ

চাটগাঁর ছবিয়াল’র দুই দিনব্যাপী ছবি উৎসব শুরু হচ্ছে কাল

     

চট্টগ্রামের ফটোগ্রাফি সংগঠন ” চাটগাঁর ছবিয়াল” বিভিন্ন সময়ে ছবির প্রতিযোগীতাসহ নানান ইভেন্ট আয়োজন করে আসছে। আয়োজন করেছে ফটোওয়ার্ক ও ফটোগ্রাফি কর্মশালা। ছবি নিয়েই তাদের কাজ। ছবিতেই ফুটিয়ে তুলেন শিল্পী মনের যত ভাবনা।

 

ছবি নিয়ে কাজ করা চট্টগ্রামের তরুণ আলোকচিত্রীদের হাত ধরে ২০২১৭ সালে যাত্রা শুরু করে সংগঠনটি, একে একে চারটি বছর অতিক্রম করে পা রেখেছে পঞ্চম বর্ষে। সেই সাথে এবার যোগ হয়েছে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর অনাবিল আনন্দ।স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এবং একইসাথে “চাটগাঁর ছবিয়াল’র” চতুর্থ বর্ষপূর্তিতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে (২৫-২৬ মার্চ) আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনী ‘ছবি উৎসব-২০২১ইং’।

 

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি।

দুই দিনব্যপী এই ছবি উৎসবের আয়োজন দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত। থাকবে দেশের খ্যাতিমান বিভিন্ন আলোকচিত্রীর ছবির প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এতে চাটগাঁর ছবিয়ালের সদস্যদের পক্ষ থেকে সকল ছবিপ্রেমী ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply