২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৯/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ছিলেন হাজী শফিউল আলম

     

নগরীর ৩৯ নং ওয়ার্ড “আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক মরহুম হাজী শফিউল আলমের স্মরণে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে এক শোক সভা সংগঠনের আহবায়ক ও আ: লীগ নেতা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. রাসেল মাহামুদের সঞ্চালয়নে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ৪ ডিসেম্বর শুক্রবার বিকালে অনুষ্টিত হয়।

শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা আ: লীগের আহবায়ক হাজী হারুন উর রশিদ, বিশেষ অতির্থি যুগ্ন আহবায়ক মুক্তিযুদ্ধের সংগঠক আবু তাহের, ৩৯ নং ওয়ার্ড আ:লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আ:লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, আলোচক অতিথি বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর হাজী মো. আসলাম, আ: লীগ নেতা সেলিম আফজাল, মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট (এপিপি) মো. শামশুল আলম, নগর মহিলা আ: লীগ মা ও শিশু সম্পাদক শারমিন ফারুক, বি ইউনিট আ: লীগ সভাপতি মো. ইলিয়াছ, সি ইউনিট আ: লীগ সভাপতি হাজী আ: রউফ, এ ইউনিট আ: লীগ সাধারণ সম্পাদক জাবের হোসেন, আনোরুল করিম রুশদী, জাহেদ হোসেন, আজাদ হোসেন রাসেল, ইফতেখার জিসান, সানজিদ অয়ন প্রমুখ।

শোক সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বি ইউনিট আ: লীগ সাংগঠিক সম্পাদক মো. নাছির উদ্দিন, বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওয়ার্ড আ: লীগ সাংগঠিক সম্পাদক মাও: শামশুল আলম। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন প্রবীণ আ: লীগ নেতা মো. ইলিয়াছ, নুরুল বশর, ছালে আহম্মদ, মো. আজম, কাউন্সিলর পরিষদের সাবেক সদস্য মো. সেলিম রেজা, লোকমান হাকিম, হাজী আক্কাস সও: মো. ইউসুফ, হাজী শাহাবউদ্দীন, আ: লীগ নেতা নেছার মিয়া আজিজ, যুবলীগ নেতা মো. হারুণ, মো. জামাল, কফিলউদ্দীন, আকতার হোসেন, তৌহিদুল ইসলাম, ইরফান উদ্দীন, নান্নু মিয়া, ব্যা. কলেজ ছাত্র সংসদের এজিএস জোবায়ের খলিল দীপু ও আলাউদ্দীন প্রমুখ।

সভায় বক্তাগন বলেন মরহুম হাজী শফিউল আলম ছিলেন নীতি ও আদর্শে অবিচল, তার শূন্যতা পূরণ হবার নয়, মরহুমের নামে যে কোন জাতীয় ও স্থানীয় স্থাপনায় নামকরণ করে তাঁর স্মৃতিকে সংরক্ষণ করার জোর দাবী জানানো হয়।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply