২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৩৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ

গাজীপুরে কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

     

গাজীপুর জেলা প্রতিনিধি
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখার সদস্যরা।

১৫ নভেম্বর রবিবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি লাগাতর চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দৌল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিস সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন মোঃ জাকারিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ বেলায়েত হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মোতাহার হোসেন, মাহমুদ হোসেন, মোঃ রুহুল আমিন, আসমা খাতুন প্রমুখ।

বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহে কর্মরত ১৬-১১ গ্রেডভূক্ত কর্মচারীগন পদ-পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নতিকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ২০০১ সাল হতে আন্দোলন করে আসছে। যতদিন পর্যন্ত আমাদের দাবী দাওয়া বাস্তবায়ন না হবে ততদিন আমরা মাঠে থাকবো। ইনশাআল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালের জুনের ১৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবীর পরিপ্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। সমাবেশে গাজীপুর কালেক্টরেটে কর্মরত সকল সহকারীগণ স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩০ নভেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে আগামী ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply