১৭ মে ২০২৪ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৪/ শুক্রবার
মে ১৭, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ

ডকুমেন্টস জালিয়াতির দায়ে যুবক আটক!!

     

বিশেষ প্রতিনিধি

 সিএমপি’র ট্রাফিক বিভাগের কাগজপত্র জালিয়াতির দায়ে গত বুধবার ০১/১০/২০২০ ইং তারিখে বেলা ২.৩০ মিনিটে তুহিন বড়ুয়া (২১) নামক এক যুবককে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। 

বন্দরটিলা ইপিজেড থানাধীন আলী শাহ মসজিদ সংলগ্ন মোড়ে সাজেন্ট আরিফুজ্জামান ডিউরিরত অবস্থায় সন্দেহাতিত মোটরসাইকেল আরোহীকে গাড়ীর কাগজ দেখাতে বলে, অভিযুক্ত তপন বড়ুয়া দেড় বছর পুরোনো একটি কেস স্লিপ প্রদর্শন করে। স্লিপটিতে ছিলো সার্জেন্ট কুমার বিশ্বজিৎ এর স্বাক্ষরিত। 

স্লিপটি দেখে আরিফুজ্জামান ফোনে কুমার বিশ্বজিৎকে অবহিত করলে পুরো বিষয়টি গোলমেলে মনে হওয়ার কারণে আসামীকে উপ—পুলিশ কমিশনার (বন্দর), কার্যালয়ে  টি আই (প্রশাসন) মোঃ মশিউর রহমান কাছে নিয়ে আসেন।  

মশিউর আমাদের জানান, আমি তাৎক্ষনিক ভূয়া ডকুমেন্টস টি দেখে অতিরিক্ত উপ—পুলিশ কমিশানর এ এম এম হুমায়ুন কবীর স্যারকে জানাই, তিনি তাৎক্ষনিক  এস আই তারিকুর রহমানকে পাঠিয়ে অভিযুক্তকারীকে থানায় নিয়ে যাওয়া হয়। ট্রাফিক সাজেন্ট কুমার বিশ্বজিৎ মজুমদার জালিয়াতির বিষয়ে থানায় এজহার দাখিল বলেন, উক্ত থানার পুলিশ সদস্য বলেন জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাথমিকভাবে জানা যায়, এদের বিশাল একটি চক্র রয়েছে, যারা পাসপোট, ভূয়া জাল দলিল ইত্যাদির মাধ্যমে জালিয়াতি করে।  

সিএমপি’র অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (পশ্চিম) এ এম এম হুমায়ুন কবীর বলেন, জালিয়াতি চক্রটির পুরো টিমকে গ্রেফতারের জন্য আমি বিশেষ টিম গঠন করেছি।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply