বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহ.)’র ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে খুনীদের শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর দক্ষিণ (জোন-২) ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ ব্যবস্থাপনায় আজ ২৮ আগস্ট শুক্রবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও ছাত্রসেনা মহানগর দক্ষিণ’র সভাপতি মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলমী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সভাপতি অধ্যক্ষ এম নুরুল ইসলাম জিহাদী। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণ’র সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সাধারণ সম্পাদক এনামুল হক। উক্ত অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা আব্দুর রহমান আজাদ, আলমগীর ইসলাম বঈদী, সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন আশরাফী, যুবনেতা এটিএম রেজাউল মোস্তফা, আমির আলী, আবু তৈয়্যব চৌধুরী, খোরশেদুল ইসলাম সুজন, সৈয়দ মুহাম্মদ ইয়াছির, শাহজাহান বাদশা, ছাত্রনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, নুর রায়হান চৌধুরী, মঈনুদ্দীন মুরশেদ, হাফেজ সাঈদ প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবীতে এই ৬ বছরে একাধিক বার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃত্বে এদেশের সুন্নী জনতা শান্তিপূর্ণ ভাবে রাজপথে নেমেছে। অথচ আজ পর্যন্ত আমাদের মাঝে আশা সঞ্চার হয় এমন কোন পদক্ষেপ দেখতে পাই নি। এই বছরও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা যুগপৎভাবে কর্মসূচি দিয়েছে। এদেশের সুফিবাদে বিশ্বাসী সুন্নী জনতার প্রাণের দাবী গুলো হল মামলার উচ্চতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র নিকট হস্তান্তর। আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ধারাবাহিক ষড়যন্ত্রকারী বিরুদ্ধে দায়ের করা কমপ্লেইন পিটিশন (সিআর মামলা নং-৩৮) এর বিবাদীগণকে জিজ্ঞাসাবাদসহ আইনের আওতায় আনা। হত্যাকাণ্ডের র সাথে সরাসরি সম্পৃক্তদের সাথে সাথে মাস্টার মাইন্ড (হুকুমদাতাদের) তদন্তের মাধ্যমে সামনে আনা। হত্যাকাণ্ডের র সময় উপস্থিত প্রত্যক্ষ স্বাক্ষীসহ মামলার বাদীদ্বয়ে বয়ান গ্রহণ ও সনাক্তকরণ নিশ্চিত করে চার্জশিট প্রদান করে আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের অংশগ্রহণকারী ও মাস্টার মাইন্ড (হুকুমদাতাদের) দ্রæত বিচারের আওতায় এনে শাস্তিপ্রদানের আহবান জানান।

শেয়ার করুনঃ