১ মে ২০২৪ / ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৯/ বুধবার
মে ১, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

করোনা আক্রান্তে রাশিয়াকে ছাপিয়ে ভারত তিনে

     

এক দিনে সারা দেশে ২৪,৮৫০ জন নতুন কোভিড-১৯ রোগী। যা ২৪ ঘণ্টার নিরিখে সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬১৩ জনের। যা এক দিনে সবচেয়ে বেশি।

পশ্চিমবঙ্গেও পরপর তিন দিন সংক্রমণ ও মৃত্যুর জোড়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন রোগী ৮৯৫ জন, মৃত ২১ জন।

এর থেকেও বড় ধাক্কা অপেক্ষা করছিল রাতে। যখন আন্তর্জাতিক সমীক্ষায় জানানো হল, মোট কোভিড রোগীর সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। জানানো হল, দেশে মোট রোগীর সংখ্যা এখন ৬.৯৭ লক্ষেরও বেশি। রাশিয়া নেমে গিয়েছে চার নম্বরে। ভ্লাদিমির পুতিনের দেশে রোগীর সংখ্যা ৬.৮১ লক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে এখন রোজ এক বারই, সকাল ৮টায় সারা দেশের কোভিড-পরিসংখ্যান ‘আপডেট’ করা হয়। কাজেই গভীর রাত পর্যন্ত ওয়েবসাইট দেখিয়েছে, ভারতে নোভেল করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ৬.৭৩ লক্ষ। দিনভর বিভিন্ন রাজ্য থেকে আসতে থাকা নতুন সংক্রমণের খবর হিসেব করে বিশেষজ্ঞেরা আশঙ্কা করছিলেন, আগামিকালের মধ্যেই হয়তো রাশিয়াকে পেরিয়ে যাবে ভারত। রাত পোহানোর আগেই মিলে যায় সেই আশঙ্কা।সবটুকু পড়তে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply