৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:২৩/ রবিবার
মে ৫, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

আনোয়ারার মৃত যুবকের টেস্ট রিপোর্ট নেগেটিভ

     

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। মো শরীফ নামক ওই যুবকআনোয়ারা উপজেলার  শিলাইগড়া গ্রামের আবুল কালামের ছেলে। ওই যুবকের বাড়ি লকডাউন করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক রোগীকে চমেক হাসপাতালে পাঠনো হয়েছিল। রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় ওই যুবকের বারখাইন ইউনিয়নের শিলাইগড়ে বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। চমেক হাসপাতাল থেকে তার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’ এইদিকে জাতীয় পেশাজীবি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান চট্টগ্রামের সিভিল সার্জনের মেসেজের বরাত দিয়ে বলেন ওই যুবকের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply