২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৩৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারার সচেতন মানুষের মুখে মুখে এখন সমাজকর্মী এমএ রশিদের নাম

     

আনোয়ারা প্রতিনিধি

সমাজকর্মী এমএ রশিদের নাম এখন আনোয়ারার সচেতন মানুষের মুখে মুখে । সাধারণ মানুষ, হত – দরিদ্র  জন্মভুমির মানুষ, রোগী ও যাত্রীদের সেবা দিতে গিয়ে আলোচনা আসেন তিনি।মানুষের বিপদে পাশে পেয়ে অনেকে তাঁর প্রশংসা শুরু করেছেন।ইতিপূর্বে অনলাইন চ্যানেল ও নিউজ পোর্টালেও তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে।তিনি ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের চরম  ভক্ত ও  আনোয়ারা থানা আওয়ামী লীগের

 সিনিয়র সদস্য ।

   সমাজসেবক এম এ রশিদের ব্যক্তিগত উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষজনের ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করেছেন । আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর,পশ্চিমচাল ও খলিফাপাড়া এলাকায় ৪৫০ পরিবারের মাঝে  ত্রাণ বিতরণ করেন তিনি।জানা গেছে, ত্রাণের প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল,দুই কেজি আলু,এক কেজি আটা,এক কেজি ডাল,এক কেজি পেঁয়াজ,এক লিটার তেল ও একটি সাবান রয়েছে।অনেককে গোপনেও নগদে

 সহযোগিতা করেন তিনি। 

 

করোনা ভাইরাস সংক্রমণ  পরিস্থিতিতে পরিবহন সংকটে  বিনাভাড়ায় প্রতিদিন অসুস্থ রোগী বহনের জন্য একটি মাইক্রো গাড়ি রেডি রেখেছেন   । গত কয়েক দিনে আনোয়ারার বেশ কয়েক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিনা ভাড়ায় আনা নেওয়া করেছেন। পাশাপাশি স্থানীয় উত্তর পশ্চিমচাল জামে মসজিদের মুসল্লিদের জন্য ৬টি হ্যান্ডওয়াশ বসিয়ে দিয়েছেন। এ ছাড়া মাক্সও দিয়েছেন অসংখ্য সাধারণ মানুষকে।

এই বিষয়ে আমাদের প্রতিনিধির সাথে মুঠো ফোনে এমএ রশিদ বলেন, মানুষের বিপদে পাশে থাকার সময় এখনই।আমাদের দেশসহ সারা দুনিয়াতে প্রাণঘাতী করোনাভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে।অনেক মানুষ কর্মহীন হয়ে অভাবে পড়ছে।তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।আমি মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করছি মাত্র। আমার এ চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply